নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাসেল (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এতে রাসেলের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাসেলের বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলায়। চট্টগ্রামে পরিবারের সাথে মামার বাসায় বেড়াতে এসেছিল সে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সকালে রাসেল ও তার পরিবার সিএনজি অটোরিকশা যোগে বেড়াতে যাচ্ছিল। এর মধ্যে অটোরিকশাটি ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রাসেলসহ তার পরিবারের আরো তিন সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুরাসেলকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com