৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাসেল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন পর থানায় মামলা করলে ধর্ষক রাসেলকে আটক করে পুলিশ।
রোববার দুপুর দেড়টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত রাসেল লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার হাওলাদার বাড়ির প্রবাসী হুমায়ুনের ছেলে।
এর আগে গত শনিবার গভীর রাতে ধর্ষিতার মা রেহানা আক্তার লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় মামলা করলে রোববার সকালে লাহারকান্দি স্কুল এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে আটক করে পুলিশ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, লাহারকান্দি স্কুলের ৮ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে বিভিন্ন সময় রাসেল উত্ত্যক্ত করে আসত। গত বুধবার সকালে ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে বাগানে নিয়ে ধর্ষণ করে রাসেল। এ সময় রাসেল বিষয়টি কাউকে না বলার জন্য ছাত্রীকে ভয়ভীতি দেখায়। ঘটনাটি সে তার মাকে জানায়। এ সময় চারদিকে জানাজানি হলে ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দেয়ারও চেষ্টা চালায় রাসেলের পরিবারের লোকজন।
স্কুলছাত্রীর মা রেহানা বেগম জানান, তার মেয়েকে ওই বখাটে রাসেল বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন তার মেয়েকে ধর্ষণ করে রাসেল। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধর্ষক রাসেলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ওসি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com