মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:38 pm, রবিবার, ১ মে, ২০১৬

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ঘোষিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার।Narse-m-290x151

ফলে এখন পরীক্ষা নয়, আগের নিয়মেই ব্যাচ, মেধা ও সিনিয়রিটি ভিত্তিতেই নার্স নিয়োগ হবে।

রোববার সকালে নার্স নেতাদের ধানমন্ডির বাসায় ডেকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ কথা জানান। সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে গত একমাসেরও বেশি সময় যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান করা আন্দোলনরত নার্সদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়।

গত ২৮ মার্চ পিএসসি পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন সহস্রাধিক নার্স তাদের দাবি আদায়ে আন্দোলনে করে আসছিলেন বেকার নার্সরা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com