
ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
রোববার সকালে সদর উপজেলার বড়কামারকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে সাইদুল ও ইকবাল হোসেন দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আর এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।
পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।