সন্ত্রাস ও পরিকল্পিত অপরাধের বিরুদ্ধে লড়তে নতুন জাতীয় রক্ষী বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী দিয়েই এই নতুন রক্ষীদল গঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জোলোটোভ। তিনি প্রেসিডেন্টের কাছে সরাসরি প্রতিবেদন দেবেন।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই বাহিনী জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কাজ করবে। পেসকোভ আসছে সেপ্টেম্বরের নির্বাচনের সঙ্গে এই নয়া রক্ষী বাহিনী গঠনের কোনো যোগসূত্র খারিজ করে দেন। সমালোচকেরা বলছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠার আশঙ্কা করছেন পুতিন। ক্রেমলিনে প্রধান নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক চলাকালে পুতিন এই ঘোষণা দিয়েছেন। পেসকোভ আরো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাহী ক্ষমতা বলে আমরা কেন্দ্রীয় নতুন বাহিনী গঠন করছি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com