টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি চলন্ত বাসে শুক্রবার সকালে এক গার্মেন্টসকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই এলেঙ্গা বাজার এলাকা থেকে ওই বাসের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
গণধর্ষণের শিকার ওই গার্মেন্টসকর্মী বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ওই গার্মেন্টসকর্মী গাজীপুর থেকে তার খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী দত্তপাড়ায় বেড়াতে যায়। পরে শুক্রবার সকালে গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের একটি বাসে ওঠে। এসময় বাসটির চালক ও চার স্টাফ তাকে একাই নিয়ে রওনা দিলে পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে। এতে তিনি জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর করে ও সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তাকে গণধর্ষণ করে বাস থেকে নামিয়ে দেয়।
খবর পেয়ে তার স্বামী তাকে উদ্ধার করে। তিনি দুপুরে এ ঘটনার বিচারের দাবিতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে সেখানে ধর্ষকরা সবাই উপস্থিত ছিল। এ ঘটনার মিমাংসার জন্য ৬ এপ্রিল দিন ঠিক করেছেন শ্রমিক নেতারা। পরে তার স্বামী তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে।
টাঙ্গাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া জানান, এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের খুব দ্রুত গ্রেফতার করা হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com