বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ভারতীয় সিরিয়াল অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:52 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের কেরিয়ারের কারণেই মুম্বাই গিয়েছিলেন। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস৭’-এও দেখা গেছে তাঁকে।

110রাহুল রাজ সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোটা বি-টাউন জানে। সম্প্রতি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন এই অভিনেত্রী। এই ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, এ দিন দুপুরে রাহুলই ওই অভিনেত্রীর দেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন।

‘বালিকা বধূ’তে তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তিনি বলেন, ”খবরটা পেয়েছি। আমি শক্‌ড। খুবই দুঃখজনক ঘটনা। হতাশ লাগছে।”

ঘটনার কথা শুনে এ দিন হাসপাতালে এসেছিলেন ড্রেস ডিজাইনার রোহিত বর্মা। তিনি প্রত্যুষার বিয়ের পোশাক ডিজাইন করছিলেন। ভেঙে পড়া রোহিত বলেন, ”পোশাকটা অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল, জানেন!”
শনিবার সকালে জামশেদপুর থেকে প্রত্যুষার বাবা-মায়ের মুম্বাই পৌঁছনোর কথা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com