দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর বাড়িতে জাহানারা বেগম (৩৬) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে পার্বতীপুর মডেল থানায় খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (০১ এপ্রিল) দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা ওই গ্রামের আনসার আলীর স্ত্রী। মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ানুল হক দুলু জানান, জাহানারা-আনসার দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়। মেয়ের বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। আনসার আলীর বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে শুয়ে পড়েন। গভীর রাতে আনসার আলীর ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে জাহানারা নেই। পরে খোঁজাখুঁজি করে রান্না ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com