বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:38 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

সাতক্ষীরা শহরের আনন্দপাড়ায় সুকুমার অধিকারী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে। কম্পিউটার ব্যবসায়ী সুকুমার অধিকারী বলেন, ”রাত ২টার দিকে ডাকাতরা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা আমাকে বেঁধে ফেলে।Dakat এরপর ডাকাতরা আমার বৃদ্ধ মা শেফালি অধিকারীর মাথায় আঘাত করে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও ১০ হাজার টাকা নিয়ে যায়। সাতক্ষীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ডাকাতির ঘটনা শোনার পর ঘটনাস্থল থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com