‘নিজের ঘরে চাদরের নীচে জামা-কাপড় পড়ে কেন শোব? গায়ে কিছু না জড়িয়ে ঘুমানোটা আমার কাছে খুব আরামের। এটা আমার কাছে ফ্রিডম অফ মুভমেন্ট”। এমন সরল স্বীকারোক্তি বলিউড অভিনেতা জন আব্রাহামের। সম্প্রতি এক টিভি টক শো-তে এসেছিলেন জন। সেখানেই নায়ক জানান তিনি নগ্ন হয়েই শুতে পছন্দ করেন। গল্পে গল্পে জন জানান, একবার নাকি তার শরীরের এক টুকরো চামড়া পেতে এক নারী ভক্ত জনের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন। ছবির শুটিংয়ে হল্যান্ডে গিয়েছিলেন নায়ক। সেখানে তাঁকে জেঁকে ধরেন নারী ভক্তরা। তাঁদের মধ্যে থেকে একজন হিরোর শার্টের মধ্যে হাত ঢুকিয়ে খামচে দেন তাঁকে। জিজ্ঞাসা করলে জানান, ”জনের শরীরের এক টুকরো চামড়া পেতেই নাকি তাঁর এই চেষ্টা”। এছাড়া জনের চাহুনির প্রেমে পড়েছে অনেকেই। কিন্তু চোখে চোখ রাখতে পারেন না রকি। সবাই ভাবেন খুব লাজুক। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়, কুণ্ঠায় ভোগেন জন। আসলে জনের মুখে রয়েছে ব্রণ। তাই কেউ তাঁর মুখের দিকে তাকালেই জন ভাবেন তাঁর ব্রণের দিকে দেখছে। তাই নিচু করে নেন মাথা।