দুই বছর আগে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছেন সাব্বির রহমান রুম্মানের। তারপর থেকে টি২০ এবং ওয়ানডে এই দুই ফরম্যাটে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীকও হয়ে উঠেছেন তিনি। এই সাব্বির দেশে এবং দেশের বাইরে যেখানে খেলতে যান না কেন মেয়ে ভক্তরা তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট। আর এসব মেয়ে ভক্তদেরকে দারুণভাবে সামালান সাব্বির! ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলাগুলোয় অংশ নেয়ার জন্য বাংলাদেশ দল প্রথমে গিয়েছিল ধর্মশালায়। সেখানে এক মেয়ে ভক্ত সাব্বিরের প্রতি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছিল। মেয়ে ভক্তদের ওই প্ল্যাকার্ডে লেখা ‘ম্যারি মি সাব্বির’। সেদিন সাব্বিরের চোখেও পড়েছিল প্ল্যাকার্ডটি। বিদেশে ক্রিকেট খেলতে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়ে কেমন লাগল জানতে চাইলে সাব্বির বলেন, আসলে ভক্তদের এসব ভালোবাসা-পাগলামি ভালোই লাগে। মাঠে যখন অনেক চাপ থাকে, তখন আমাদের সমর্থন দিতে আসা দর্শকদের দিকে মাঝে মধ্যে তাকাই। তখন স্নায়ুচাপ অনেকটা কমে যায়। খেলাটা অনেক উপভোগ্য মনে হয়। ধীরে ধীরে স্বাচ্ছন্দ হতে পারি উইকেটে। এসব বিষয় ইতিবাচকভাবেই দেখি। মেয়ে ভক্তদের সামলান কীভাবে জানতে চাইলে সাব্বির বলেন, দলের সবার জন্য তো আর ‘ম্যারি মি” লিখে আনে না! এগুলো মজা হিসেবে নিই। অনেকে এসএমএসে হাই-হ্যালো পাঠিয়ে দেয়। আমিও সেভাবে জবাব দিই। কেউ সীমা ছাড়িয়ে গেলে তখন আর জবাব দিই না। কেউ আবেগপ্রবণ হয়ে গেলে সেভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com