খেলা দেখলেন বেশ ভালো। এবার না হয় ফাইনালে যেতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। তাই বলে মুখ ঘুরিয়ে নিলে তো হবে না। সামনে দেখেন না কি করে ধোনি বাহিনী। যাক, ওসব কথা না হয় পরে হবে। তবে জেনে নেবেন না ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা? এবার না হয় তাদের শিক্ষাটা কাজে আসেনি, তবে ভুলে যাবেন না যে, মেধা নিয়ে তারা বসে থাকবে। বিরাট কোহলি : বিশাল ভারতী পাবলিক স্কুলে লেখাপড়া শুরু করেছিলেন বিরাট কোহলি। নবম শ্রেণিতে যখন পড়ছেন কোহলি, সেই সময়ে পশ্চিম বিহারের কনভেন্ট স্কুলে চলে আসেন। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেই স্কুলে তিনি পড়াশোনা করেন। ভালো ছাত্র হিসেবে কোহলির সুনাম ছিল। সুরেশ রায়না : জাতীয় দলে যোগ দেয়ার আগে সুরেশ রায়না হাইস্কুলের পাঠ শেষ করেন সফলভাবে। যুবরাজ সিংহ : দ্বাদশ শ্রেণি পর্যন্ত যুবরাজ সিংহ ডিএভি পাবলিক স্কুলেই পড়তেন। বীরেন্দ্র সহবাগ : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন সহবাগ। সৌরভ গঙ্গোপাধ্যায় : সেন্ট জ্যাভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাস করেন সৌরভ। এর পরে সাম্মানিক পিএইডি ডিগ্রিও পান মহারাজ। শচীন তেন্ডুলকার : সারদাশ্রম বিদ্যামন্দির স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাস করেন শচীন। রোহিত শর্মা : প্রাইমারি এডুকেশন শেষ করেন ভেলানকানি স্কুল থেকে। ভালো ক্রিকেট খেলার জন্য স্বামী বিবেকানন্দ স্কুলে রোহিতের নাম নথিভুক্ত করা হয়। অজিঙ্ক রাহানে : ডমবিভলির এসভি যোশী হাইস্কুল থেকে পাস করেন। মহেন্দ্র সিংহ ধোনি : পুরোদমে ক্রিকেটে আসার আগে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এর পরে নিজের উৎসাহেই ক্লাস টুয়েলভ পাস করেন মাহি। পরে বিকম ডিগ্রির জন্য মুম্বাইয়ের সেন্ট জ্যাভিয়ার্স কলেজে নিজের নাম নথিভুক্ত করেন। রবিচন্দ্রন অশ্বিন : ভারতীয় দলের এই অফ স্পিনারের প্রথম স্কুল পদ্ম শেষাদ্রি বালা ভবন। পরে অশ্বিন এসএসএন কলেজ থেকে আইটিতে বি.টেক করেন। অনিল কুম্বলে : হোলি সেন্ট ইংলিশ স্কুল থেকে প্রাইমারি পাস করার পর ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন অনিল কুম্বলে। রাষ্ট্রীয় বিদ্যালয় কলেজ থেকে কুম্বলে বিই ডিগ্রি করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com