নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তান নামক রাষ্ট্রটি একটি কাল সাপ । এই কাল সাপ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তান জঙ্গিদের সাহায্য করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়।
শুক্রবার সেগুন বাগিচার স্বাধীনতা হলে বরেণ্য ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের ‘প্রত্যাশা ও প্রাপ্তি ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ’৭০ সালে বাংলাদেশের বন্যায় যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত লোকদের বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশকে ২শ’ কোটি ডলার সাহায্য করেছিল। পাকিস্তান আমাদের বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করেনি। সেই টাকা পকিস্তানের হাবিব ব্যাংকে জমা আছে। সে টাকা আমরা ফেরত চাই।`
সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল-ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব উদ্দীন বীর প্রতীক, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (২০২) সভাপতি মো. কামালউদ্দীন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলনের সদস্য সচিব কামাল পাশা চৌধুরী প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com