বলিউডের দাবাং খ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবির মাধ্যমে বলিউডে নাম লিখিয়েছিলেন দক্ষিণী ছবির নায়িকা ভূমিকা চাওলা। এ ছবির মাধ্যমে বলিউডে তিনি আলোচিতও হয়েছিলেন। সবচেয়ে বেশি আলোচিত হয় তার অভিনয়।
তবে দক্ষিণী ছবির এ নায়িকা ‘তেরে নাম’-এর পর আরো কিছু ছবিতে অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তাই ধীরে ধীরে তিনি বলিউড ছেড়ে ফিরে যান তামিল ছবি করতে।
পরিচালক প্রিয়দর্শনের ছবিতে তিনি এতটাই খোলামেলা হয়ে অভিনয় করছেন যে তাকে এর আগে পর্দাতে কেউ এমন পোশাকে দেখেননি। ছবিতে ভূমিকার বিপরীতে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এর আগে ‘রান’ ছবিতে অভিষেক-ভূমিকা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন।
ভূমিকার এ সাক্ষাতকারের পরপরই তার একটি নগ্ন ভিডিও ফাঁস হয়ে গেছে ইন্টারনেটে। তবে কি তিনি আরো আলোচনায় উঠতেই নিজেই এ ভিডিওটি ছেড়েছেন। বলিউডি নায়িকাদের ব্যাপার-স্যাপার বোঝা বড় দায়।
https://www.youtube.com/watch?v=ffJoNrfD-v0