ম্প্রতি ঘটেছে ঠিক এমনই একটি ঘটনা। স্বামী থাকেন বিদেশে। অনেক দিন তারা সংসার করেছেন। মেয়ে বড় হয়েছে। এর মাঝে অর্থ আয়ের জন্যে স্বামী যান বিদেশে। মেয়েকে সঠিকভাবে মানুষ করতে বাসায় রাখা হয়েছে তরুণ প্রাইভেট মাস্টার।
কিন্তু মেয়েকে পড়ানোর মাঝেই মায়ের সাথে শিক্ষকের পরকীয়া গড়ে ওঠে। এই পরকীয়ার নেশায় পেয়ে মেয়েকে তার পড়ার রুমে রেখে একথা সেকথা বলে টিচারকে নিয়ে যান বেডরুমে। তরুণ টিচারের সাথে তার একি কাণ্ড! দেখুন ভিডিওতে।