আমি আকাশ(ছদ্মনাম)। আমি কোন এক সরকারি পলিটেকনিক এ পড়ছি। আমি বাবা মার মেঝো ছেলে। আমরা ৩ ভাই। এখন আমার সমস্যাটি হল আমি একটা মেয়েকে ভালবাসি। এখনও। আমি যখন ক্লাস সিক্স-এ উঠি তখন থেকেই। প্রথম ক্লাসেই মনে ধরে যায়। কিন্তু বলা হয়ে উঠেনি। এভাবে থাকতে থাকতে ক্লাস এইট এ আমি আমার এক বন্ধুর মাধ্যমে প্রপোজ করি। যখন প্রপোজ করেছিলাম তখন মিষ্টি একটা হাসি দিয়ে চলে গিয়েছিল। আর বলেছিল যে ৭ দিন পর জবাব দেবে। আর এই ৭ দিন আমার কিভাবে কেটেছে বলতে পারব না। তবে আমায় খুব কেয়ার করেছিল। যেমন বলতে পারেন, আমি খুব বান্দর টাইপের ছিলাম। আর বান্ধবীদের সাথে সবসময় বান্দরামি করতাম। আর ও আমায় এসব করতে বারণ করত। এর মধ্যেই আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছিলাম।
সেটা হল যেদিন আমায় জবাব দিত সে দিন ক্লাসে ম্যাডামের কাছে চটি গল্পের বইসহ ধরা পড়ি। আর আমায় জবাব দেয়নি। আমার অন্য এক বন্ধুর কাছে বলেছিল সে নাকি ক্যারেক্টারলেস ছেলের সাথে রিলেশনশিপ করবে না। আমিও তাই মেনে নিলাম। কিন্তু সত্যি করে বললে ওই দিন যে বই ধরা পড়েছিল সেটা আমার ছিল না। আমি আমার এক বেষ্ট ফ্রেন্ডকে বাঁচাতে নিজেই ধরা খাই। এর পর মেয়েটি ৩ টি রিলেশনশিপ এ জড়ায়। আর তিনটিই ব্রেকআপ হয়। আর তাদের মাঝে কিছু ভিডিও আমি দেখেছি। এখন আমার প্রশ্ন এখানেই যে আমি না হয় একটা বই নিয়ে কারেক্টলেস হইছি কিন্তু ও যেটা করল, এটা কোন ক্যারেক্টার এর উদাহরণ? তার জন্য আমি অন্য কোন রিলেশনশিপ এ আমি জড়াতে পারছি না। এখন আমার কী করা উচিত plz বলে দিন।
চাইলে আপনিও নিজের মনের যে কোন প্রশ্ন করতে পারেন আমাদের পেজের ইনবক্সে, সাথে লিখে দেবেন নাম প্রকাশে অনিচ্ছুক।
ভাইয়া, তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর জানো। তুমি নিজেই বলেছ, “কিন্তু ও যেটা করল, এটা কোন ক্যারেক্টার এর উদাহরণ?” সত্যি বলতে কি, সেই মেয়েটা তোমাকে কখনও তো ভালবাসেইনি, আর সে কোন রিলেশনশিপেই সিরিয়াস ছিল না। বারবার শারীরিক সম্পর্কে জড়ানো ও তার ভিডিও করা- (যদি সে ভিডিও তার জ্ঞাতসারে করা হয়ে থাকে) মোটেও কোন সুস্থ মনমানসিকতার উদাহরণ নয়। যেমনটি নয় চটি বই পড়া বা ভিডিও দেখাও। যাই হোক, তুমি যে বইয়ের ব্যাপারে নিজের ভুল ধরতে পেরেছ এটা ভাল লক্ষণ। আর ওই মেয়ে তুমি বইসহ ধরা না পড়লেও তোমার প্রস্তাবের জবাবে “না”ই বলত। সে তোমাকে নিয়ে জাস্ট খেলছিল, এর বেশি কিছু না। চটি বইয়ের উদাহরণ টানা ছিল জাস্ট তার একটা ছুতো। এখন কথা হচ্ছে এসবই তোমার ছোট বয়সের কথা। সেসব কথা ভেবে মন খারাপ করার কোন কারণ নেই। আর এই রকম একটা ফালতু মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করার তো কোন মানেই হয় না। আর কারো সাথে রিলেশন থাকতেই হবে এটাও কোন অবশ্য করনীয় কাজ নয়। তোমার যদি কাউকে ভাল লাগে, তাহলে রিলেশনশিপে জড়াতেই পারো। কিন্তু কাউকে যদি ভাল না লাগে তাহলে খামোকা “সবার গার্লফ্রেন্ড থাকে বলে আমারও থাকতে হবে” এমনটা ভেবে তো কোন রিলেশনশিপে জড়ানোর মানে হয় না।
তুমি নিজেও জানো, বারবার সম্পর্ক গড়া আর ভাঙ্গা কোন ভাল চরিত্রের কাজ নয়, তুমি নিজেই বলেছ। সুতরাং এখন মন দিয়ে পড়াশোনা কর আর ক্যারিয়ার নিয়ে চিন্তা কর। যখন সত্যি সত্যি কাউকে ভাল লাগবে তখন এসব ফালতু মেয়ের কথা তোমার মনেই আসবে না। রিলেশনশিপও তখনি করবে, যখন দু তরফ থেকেই ভালবাসা, সম্মান, সভ্যতা, আস্থা, বিশ্বাস আর বিয়ে করার কমিটমেনট থাকবে। নইলে ওই ফালতু মেয়ের সাথে তোমার পার্থক্য থাকবে কোথায়?