রাজধানীর গাবতলীতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটির মধ্যে দ্বন্দ্বে আন্তঃজেলা বাস টার্মিনালে দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেয়া না হলে রোববার থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে কমিটির একাংশ।
গাবতলীতে শ্রমিক ইউনিয়নের একটি কমিটিকে পাশ কাটিয়ে অপর একটি কমিটি গঠন করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের কারণে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জসিম উদ্দিন জানান, অন্যায়ভাবে একটি কমিটিকে পাশ কাটিয়ে অপর আরেকটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) প্রতিবাদ সমাবেশ করা হবে। নির্বাচিত কমিটি মেনে নেয়া না হলে রোববার থেকে ৭২ ঘণ্টার জন্য টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকবে।
নির্বাচিত কমিটির অপর এক নেতা জানান, দুই মাস আগে ভোটে নির্বাচিত হয়েছি আমরা। কিন্তু এ কমিটিকে মেনে না নিয়ে অপর আরেকটি কমিটি গঠন করা হয় কোনো নির্বাচন ছাড়াই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কিছুদিন আগে ভোটের মাধ্যমে একটি কমিটি নির্বাচিত হয়। কিন্তু এ কমিটিকে পাশ কাটিয়ে অপর আরেকটি কমিটি গঠন করা হয়। যার প্রতিবাদে নির্বাচিত কমিটির লোকজন সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশ করলে টার্মিনালের দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com