ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগনের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে জাতীয় কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ মানুষের কাছে উৎসব। কিন্তু সহিংসতা ও আতঙ্ক, কারচুপি ভোটের ন্যায্যতাকে ধ্বংস করে দিচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেই আকাঙ্খার প্রতিফলন ঘটছে না।
তিনি আরও বলেন, এদেশের জনগণ তৃণমূলে ভোট প্রয়োগ ও ভোটের অধিকারকে নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের উচিৎ হবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা।
জাতীয় কৃষক সমিতির সভাপতি জননেতা নুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি মাহামুদুল হাসান মানিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, সহ সভাপতি জ্যোতিশঙ্কর ঝন্টু, মানোজ সাহা, হাজী বশিরুল আলম প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com