ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এই বিস্ফোরণে অন্তত ৫ জন মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে মধ্য প্যারিসের মন্টপারনেসে এলাকার একটি ভবনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে ।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়,বিস্ফোরণে ভবনটি কয়েকটি তলা সম্পূর্ণ বিদ্ভস্ত হয়ে গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রচুর ধোয়া উঠতে দেখা গেছে। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনটির গ্যাস লাইনে ছিদ্রের কারণে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।
ইংল্যান্ডের ডেইলি মেইল পত্রিকার অনলাইন সংস্করণের ছবিতে বিস্ফোরণে সাততলা ওই ভবনের ওপরের চারতলাই ধ্বসে যেতে দেখা গেছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।