মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইসিসি ষষ্ঠ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারে ভারত। আয়োজক ভারত টসে হেরে প্রথমে ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে। ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির ৬৩ বলে অপরাজিত ৮৯ রান সত্ত্বেও ক্যারিবীয়দের কাছে যেন 'সহজেই' হেরে যায় ধোনিরা। এ হারে কেঁদেছে পুরো ভারত। জল পড়েছে টিম ইন্ডিয়ার কোনো কোনো খেলোয়াড়ের চোখ দিয়েও। অথচ যার চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে ভারত বিশাল স্কোর গড়তে সক্ষম হয় সেই কোহলি কিন্তু হেরে একটুও মনোবল হারাননি। ম্যাচ শেষেই গতরাতে নিজের অফিসিয়াল টুই্ট পেজে এক পোস্ট দেন তিনি। টুইটে কোহলি লিখেন, 'কখনোই আশা ছাড়িনা, জীবন কখনো শেষ হয় না, এটা স্রেফ শুরু হয়েছে।' তার এ টুইটে ক্যারিবীয়দের কাছে হেরে হতাশ হওয়া সত্ত্বেও অনেক ভক্তই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com