ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর ফেইসবুক ও টুইটারে আনন্দ প্রকাশ করে পোস্ট করেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এই পোস্ট তুলে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাত উইকেটে জিতেছে ক্যারিবীয়রা। সেই সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
গেইলদের ভক্তের সংখ্যা উপমহাদেশে কম নয়। বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকও তাদের একজন। তাই আনন্দ প্রকাশ করে তিনি পোস্ট করেছিলেন।
পোস্ট সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি টুইট করেছেন, ‘সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ওয়েস্ট ইন্ডিজ দলের একজন বড় সমর্থক তাই…কিন্তু কিছু কঠোর শব্দের জন্য আবারও দুঃখিত।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com