
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী,
সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি মামলা-হামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ই আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি।
বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসসহ প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে বিরোধী দলের লোক হওয়ার কারণে আমরা কোথাও কোনো ঠাঁই পায়নি। তিনি আরও বলেন, ৪৫ বছরের রাজনৈতিক জীবনে শতাধিক মামলা খেয়েছি। এর মধ্যে হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনার সরকারের সময় পাঁচ বছর কারাগারে কাটিয়েছি। অনেক বছর ফেরারি হয়ে জীবন বাঁচাতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে জেলখানায় নতুবা রাজপথে আন্দোলন সংগ্রামে করতে হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিভিন্ন এলাকায় প্রতিদিন লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করে দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি। রাজপথ থেকে কোনো দিন পালিয়ে যায়নি। যার জন্য এত এত মামলা, হামলার শিকার হতে হয়েছি। আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নেতৃত্বে আগামী নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন বিজয় নিশ্চিত করানোর জন্য কাজ করে যাবো। তারেক রহমান আগামী নির্বাচনে দলের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত নেতাদেরকে দলীয় মনোনয়ন দিয়ে সাধারণ নেতাকর্মীদের দাবি বাস্তবায়ন করবেন আশা করি।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার ও গ্ৰামে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ করেন নাজমুল হাসান তালুকদার রানা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com