
বর্তমানে বিশাল মাঠ জুড়ে রোপা আমন ক্ষেত। আর কয়েকদিন পরেই কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত রোপা আমন ধান কাটা শুরু করবেন। এখন বাড়তি যত্ন নিতে ধান ক্ষেতে। কারণ বৈরী আবহাওয়া পোকামাকড় আক্রমণ করতে পারে। তাই পোকামাকড়ের হাত থেকে ধান ক্ষেতকে রক্ষা করতে কৃষক উঠান বৈঠক করেছে রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার।
মঙ্গলবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা - রাজিব ব্লকে উঠান বৈঠকে কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার রোপা আমনে কারেন্ট পোকা দমন ও প্রতিরোধে ব্যবস্থাপনা, লিফলেট বিতরণ বিলি করেন এবং ধানের জমিতে গোড়ায় স্প্রে করা। সময়মত পরামর্শ অনুযায়ী স্প্রে করা। মান সম্মত বালাই নাশক ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। এছাড়া ভেজাল বালাইনাশক ও সার চেনার উপায় এবং এবিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণের উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মাশরুম চাষি মামুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার মামুনুর রশীদ এর ভার্মিকম্পোস্ট এবং মাশরুম চাষ পদ্ধতি পরিদর্শন করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com