বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ ‘৪৫ বছরের রাজনৈতিক জীবনে শতাধিক মামলা খেয়েছি’ নাজমুল হাসান তালুকদার রানা  কাউনিয়ায় সচেতনতা মুলক কৃষক উঠান বৈঠক অনুষ্ঠিত দেখার কেউ নেই? ঘোড়াঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকিপূর্ণ নৌপথে পারাপার জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 10:48 am, বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত জুনে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি। 

২০২১ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের হয়ে ১৮ ম্যাচে ৭৭৫ রান করেছেন মাহমুদুল। চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রামের হয়ে দুই ইনিংসে যথাক্রমে- ১২৭ ও ৫১ রানের ইনিংস খেলেন তিনি। 

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। 

১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। 

২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com