
বোমা হামলার হুমকির তদন্তের পর বিমান কর্তৃপক্ষ ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু করার নির্দেশ দিয়েছে। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের রাজধানীর কেন্দ্রের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি বিমান চলাচল স্থগিত করা হয়। ফেডারেল এভিয়েশন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ‘নিরাপত্তার কারণে’ এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
ডাফি এক্স-এ এক পোস্টে বলেছেন, হিউস্টন থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়।
ডাফি বলেন, ‘বিমানটি ডিসিএতে নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা বিমানটিতে পূর্ণ তল্লাশি চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তা জনিত কোনো সমস্যা নেই এবং কার্যক্রম আবার শুরু হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান একটি সহায়ক ট্যাক্সিওয়েতে চলে গেছে এবং কাছাকাছি বেশ কয়েকটি পুলিশ গাড়ি রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com