শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যা হওয়ার হয়ে গেছে, এখন সমাধান করুন: অন্তর্বর্তী সরকারকে বিএনপি মহাসচিব নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল মেয়াদ শেষ হলেও চলছিল সোনাসুখী মেলা, যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কাজিপুর গড়ার প্রতিশ্রুতি দিলেন মাওলানা শাহীনুর আলম  ইছামতী নদীর উপর নির্মিত বাঁশের সেতুতে ওঠার দুইপাশের রাস্তায় বিছানো হলো ইট সিরাজগঞ্জ ডিবি পুলিশ ২০ কেজি গাঁজা উদ্ধার ও ৪ মাদক কারবারি আটক কাউনিয়ায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জুলাই সনদ নিয়ে প্রতারণা সহ্য করা হবে না: রাশেদ খাঁন গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব

মেয়াদ শেষ হলেও চলছিল সোনাসুখী মেলা, যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

কাজিপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 9:07 pm, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলার অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও মেলা চালিয়ে যাচ্ছিলেন আয়োজকেরা। প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে বারবার মেলা বন্ধের নির্দেশ দেয়া হলেও কোন কাজ হয়নি। পরে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা এগারোটায় মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তাঁকে সহযোগিতা করেন কাজিপুর সেনাক্যাম্পের সদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য কাজিপুরের সোনামুখী মেলার অনুমোদন দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসন। অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও মেলা বন্ধ না করে নিয়মিত মেলা চালিয়ে যাচ্ছিলেন আয়োজকেরা। পরে মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার বলা হয়েছে কিন্তু বন্ধ করেননি। সরকারি নির্দেশনা অমান্য করায় আজকে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে তিনজন তাদের অপরাধ স্বীকার করেন এবং এমন অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোগ্যপণ্যের আর্থিক ক্ষয়-ক্ষতির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীদের নিজেদের সব কিছু দ্রুত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে। অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করা ও অননুমোদিতভাবে মেলা চালিয়ে যাওয়ায় আয়োজক কমিটির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা দায়েরের জন্য কাজিপুর থানাকে নির্দেশনা দেয়া হয়েছে।’

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘মেলার আয়োজক কমিটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা আমরা এখনও পাইনি। তবে তিন জনকে ধরে নিয়ে আসা হয়েছে। মেলার সবকিছু সরিয়ে না নেয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com