সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব শাহীনুর আলম কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্ৰাম ও বাজারে জনসংযোগ করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্ৰাম ও বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন।
জনসংযোগ চলাকালে অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব
শাহীনুর আলম বলেন, “দেশে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা জনগণের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাব।” দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। উন্নয়ন, শান্তি, সমৃদ্ধ ও বৈষম্যহীন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামীতে জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ বিনির্মাণ এবং কাজিপুরের সকল রাস্তাঘাট উন্নয়ন করবো ইনশা আল্লাহ। জনসংযোগ কার্যক্রমে কাজিপুর উপজেলা জামায়াতের আমীর টি এম জাহিদুল ইসলাম স্বপন, নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, কাজিপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।