সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ এনায়েতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত এনায়েতপুর বেড়ীবাধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে পাকা রাস্তার পার্শ্বে কতিপয় মাদক কারবারি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ২৩.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিয়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি মোঃ শাহজাহান আলী (৪৫), পিতা-মোঃ রইচ উদ্দিন, সাং-চর কাপনা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শহর আলী(৩২), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-অষ্টোআশিরচর, মোঃ আঃ মালেক (৫৬), পিতা-মৃত হাচেন মিস্ত্রি, সাং-ভগবতীপুর, উভয় থানা ও জেলা-কুড়িগ্রাম ও মোঃ মোজাম্মেল সরকার(৬০), পিতা-মৃত খবির উদ্দিন সরকার, সাং-তেবাড়িয়া চর, থানা-এনাতেপুর, জেলা-সিরাজগঞ্জগণদের আটকপূর্বক তল্লাশীকালে সর্বমোট ২০ (বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।