রংপুরের কাউনিয়া কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা বলেন, “আমরা চাই, গ্রামীণ শিক্ষার্থীরাও যাতে আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে। এই মেধাবৃত্তি পরীক্ষা তাদের সেই পথে উৎসাহ দিবে।”
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক জুনায়েদ হাবিব, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলা পরিদর্শক অনিক ইকবাল এবং উপজেলা পরিচালক মোক্তারুল ইসলাম প্রমুখ।
অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার চেতনা সৃষ্টি করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।