শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি ফুটেছে  সিরাজগঞ্জে কর্মজীবনের শেষ দিনে স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক ঘোড়াঘাটে বেওয়ারিস কুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ উপদেষ্টা জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা ভেনিজুয়েলায় মার্কিন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

সিরাজগঞ্জে নির্মাণের চার মাসেই কোটি টাকার সড়কে ধস 

টি এম কামাল :
  • আপডেট সময় : 1:12 pm, শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া নির্মাণের মাত্র চারমাসেই ভেঙে পড়েছে পাটবন্দর-সাতবাড়িয়া সড়ক। সড়কটির কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও কোথাও ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৯ শত মিটার সড়কটি নির্মাণ করে ‘এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর সড়কটি নির্মাণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তবে মাত্র চারমাসের মাথায় সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে তীব্র ক্ষোভে। পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে পড়ায় এখন সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই সড়ক দিয়েই বাজার ও কর্মস্থলে যেতে হয় শত শত মানুষ ও যানবাহন চালককে। সড়কে খানাখন্দ সৃষ্টির কারণে প্রায়ই রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বিকল হচ্ছে। 

সাতবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ ও মামুন বলেন, রাস্তা নির্মাণের সময় পাশে থেকেই মাটি কেটে ফেলা হয়েছিল, তখন থেকেই গর্ত সৃষ্টি হয়। এরপর বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হয়েছে। এছাড়াও কাজ নিম্নমানের হওয়ায় আমরা বাঁধা দিয়েছিলাম। তখন এলজিইডি অফিস থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন এই অবস্থা সৃষ্টি হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বলেন, ‘নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতি হয়েছে।’ এসময় প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এলজিইডি অফিসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, সড়কটি নির্মাণে এক কোটি ১৫ লাখ টাকার টেন্ডার হয়েছিল। এ বছর প্রবল বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com