জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে, দুটি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে হবে। দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই।
তিনি আরও জোর দেন, এটা বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান। এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না।