
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরো দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ মঙ্গলবার প্রকাশিত মন্তব্যে জেলেনস্কি বলেন, আমি আবারো সব ইউরোপীয় নেতাদের এ বিষয়ে জোর দিয়ে বলছি যে, আমরা কয়েক দশক ধরে লড়াই অব্যাহত রাখবো না। তবে, আপনাদের প্রমাণ করতে হবে যে— কিছু সময়ের জন্য আপনারা ইউক্রেনকে আরো আর্থিক সহায়তা দেবেন।
তিনি আরো বলেন, তাদের (ইউরোপীয় নেতাদের) মনে দুই থেকে তিন বছরের পদক্ষেপের ধারণা রয়েছে। ইউক্রেনকে অর্থায়নের জন্য জব্দকৃত রুশ সম্পদ ছাড়ের ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রস্তাব বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com