
কাজিপুর উপজেলার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে ওই উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ মামলার ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ২০২১ সালের ১৩ নভেম্বর নাজমুল হোসেন বাড়ির পাশের মীম খাতুনকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিয়ে করেন। এ বিয়ের পর থেকে নাজমুল হোসেন স্ত্রীর কাছে যৌতুকের ১ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। এরই জের ধরে ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারধর করে হত্যা করা হয়।
এ ব্যাপারে মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com