
বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ আধা ডজনের বেশী মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।
সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।
এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবী করে ছেলে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। রাত ৩টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আহাজারি করতে দেখা গেছে।
আহাজারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com