
জেলার মোল্লাহাট উপজেলায় আজ চারশ’ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদীর সংযুক্ত তালতলা খালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে এ জাল জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে চারশ’ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com