মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিবচরে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর)  প্রতিনিধি 
  • আপডেট সময় : 3:33 pm, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আলিফ হত্যার বিচার, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম করে হত্যাচেস্টা, মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে ধর্ষণ ও দেশ বিরোধীর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে মাদারীপুরের শিবচরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর)  বিকেলে শিবচর উপজেলা ৭১ চত্বরে সংগ্রামী মুসলিম জনতার আয়োজিত উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক ইমাম অপহরন ও চরম নির্যাতন উগ্র হিন্দুদের সারাদেশে পরিকল্পিত মুসলিম নারীদের ধর্ষণ ও হত্যাকান্ডসহ ইসকনের সকল অপকর্ম খুন ও ধর্ষনের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বিক্ষোভ মিছিলটি শিবচর ৭১ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ৭১ চত্বর এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। উক্ত প্রতিবাদ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যান পরিষদেে সভাপতি পীরজাদা মোঃ হানজালা।

 এ সময় বক্তারা বলেন,ইস্কন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত সারাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্দনে অশান্ত করে তোলার ফন্দি এঁকেছে। 

 চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে  এডভোকেট আলিফ হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাম্প্রতিক সময়ে গাজীপুরে মাদ্রাসার ১৩ বছর ১ ছাত্রীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করেছে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। আমরা এভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সবগুলো ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। 

শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী কালীন সরকারের কাছে দাবী জানাচ্ছি অনতিবিলম্বে উগ্রবাদী সংগঠন ইস্কন কে নিষিদ্ধ করতে হবে,গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে  শিবচর উপজেলায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com