মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের ৬৩ সদস্যের কমিটির ৪৯ জনের পদত্যাগ

গোপালগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 1:56 pm, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত ৬৩ সদস্য কমিটি থেকে ৪৯ জনের পদত্যাগের তথ্য জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মো. আল-আমীন সরদার।

গতকাল রবিবার আল আমীন সরদারসহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন।

২৪ অক্টোবর ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণ অধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য আজ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এদিকে নিজের পদত্যাগপত্রে আল আমিন বলেছেন, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাতে চাই যে, বর্তমান গঠিত কমিটির কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সাংগঠনিক শৃঙ্খলার অভাবের কারণে আমি এই কমিটির প্রতি আর কোনো আস্থা রাখতে পারছি না।

সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও ত্যাগ অটুট থাকলেও, এমন একটি পরিবেশে দায়িত্ব পালন করা সম্ভব নয় যেখানে যোগ্যতা, পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয় না। অতএব, ব্যক্তিগত সম্মান ও নীতিগত অবস্থান থেকে আমি উক্ত কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com