মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার ও জেট বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 1:48 pm, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

দক্ষিণ চীন সাগরে রোববার পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারে। হেলিকপ্টারটি ‘বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা কালে দক্ষিণ চীন সাগরের জলে বিধ্বস্ত হয়।’ 

অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

নৌবাহিনীর জানায়, প্রথম দুর্ঘটনার আধা ঘন্টা পরে, একটি বোয়িং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ইউএসএস নিমিৎজ থেকে ‘নিয়মিত অভিযান পরিচালনা করার সময়’ দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা উভয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মী নিরাপদ ও স্থিতিশীল রয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, উভয় ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফরে এই অঞ্চলে অবস্থান করার সময় এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় এসব দুর্ঘটনা ঘটে।

এই বছরের শুরুতে, মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর সময় দুটি মার্কিন যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে সাগরে পড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com