মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 1:47 pm, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, এক রাতের মধ্যে ইউক্রেনের মোট ১৯৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে এসব হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, ‘রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।’

সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানান, পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোনের আঘাতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী।

রুশ সামরিক বাহিনী মোট ৪৭টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক এলাকায়। এছাড়াও ৪০টি ভূপাতিত করেছে মস্কো অঞ্চলে। মন্ত্রণালয়ের তথ্যমতে, সেগুলোর অধিকাংশই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। 

পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com