
টেস্ট ফরম্যাটে নেতৃত্বের প্রস্তাব পেলে সেই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত পদত্যাগে পদটি খালি পড়ে আছে।
আজ চট্টগ্রামে লিটন বলেন, ‘আমার সাথে এখনও কেউ যোগাযোগ করেনি। তবে যদি আমাকে যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সাথে আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘দেখা যাক কি সিদ্ধান্ত হয়। আমার মনে হয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়া একটি বড় অর্জন। আমি নিশ্চিত যে কোনও খেলোয়াড় এমন প্রস্তাব পেলে না করবে না। তবে আমি আগেই বলেছি ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি কিছু শুনিনি।’
লিটন ছাড়াও টেস্টের নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার অধীনে টি-টোয়েন্টি টানা চারটি সিরিজ জিতেছে টাইগাররা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com