সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত ইসলামী এজেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালক মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে ব্যাংক পরিচালনায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোনামুখী বাজারে অবস্থিত ইসলামী এজেন্ট ব্যাংক আব্দুল লতিফ, আহসান হাবীব ও ইউসুফ উদ্দিন এই তিনজনের মালিকানায় পরিচালনা হয়ে আসছে। এদের মধ্যে আব্দুল লতিফকে ব্যাংকটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ২০১৯ সাল থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই আব্দুল লতিফকে পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই আব্দুল লতিফ বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
এবিষয়ে ওই ব্যাকের অপর দুই পার্টনার আহসান হাবীব ও ইউসুফ উদ্দিন অভিযোগ করে বলেন, আব্দুল লতিফ ব্যবসায়ী পার্টনারশিপের চুক্তিভঙ্গ করে নিজের খেয়াল খুশিমত ব্যাংকটি পরিচালনা করে নানাভাবে অর্থ আত্মসাত করে আসছে। আব্দুল লতিফ কোন পরামর্শ না করেই তিন মালিকানার ব্যবহৃত ব্যাংকের পাসওয়ার্ড পরিবর্তন করেন, শুধু তাই নয় গ্রাহকের নিজ নামে করা অ্যাকাউন্টে আব্দুল লতিফের ব্যবহৃত মোবাইল নম্বর সংযোজন করে গ্রাহকের অর্থ আত্মসাত করার পাঁয়তারা করছে।
এবিষয়টি অপর দুই পার্টনার আহসান হাবীব ও ইউসুফ উদ্দিন অবগত হওয়ার পর চলতি মাসের ২ তারিখে এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশি বৈঠকে আব্দুল লতিফের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়। এসময় আব্দুল লতিফকে বিষয়টি সংশোধনের জন্য সময় বেধে দেয়া হলেও তিনি তা না মেনে তার ইচ্ছামত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে ওই ব্যাংকের অপর দুই পার্টনারের বিনিয়োগ ও গ্রাহকের অর্থ ঝুঁকিতে পড়েছে।
এবিষয়ে ওই দুই ভুক্তভোগী ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্মকর্তাদের নিকট তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এব্যাপারে সোনামুখী ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল লতিফ মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়টি নিয়ে ইসলামী ব্যাংক বগুড়া শাখা ও ধনুট শাখা ম্যানেজারের সাথে যোগাযোগ করে মিমাংসা করার প্রক্রিয়া চলছে।