শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

‘সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:25 pm, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে শ্রমিক কৃষক জনগণের সংগঠন গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জনগণের হাতে ক্ষমতা ও গণরাজনৈতিক অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সংগঠনের প্রয়াত সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় বক্তৃতা করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের দক্ষিণ অঞ্চলের সভাপতি সজীব রায়, জাতীয় মুক্তি কাউন্সিলের উত্তর অঞ্চলের সভাপতি মজিবর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব অঞ্চল-৩ এর সভাপতি ভুলন ভৌমিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল প্রমুখ।

সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকার।

ফয়জুল হাকিম বলেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না।জনগণের সরকার সংবিধান রাষ্ট্র কায়েম হবে না। শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম জোরদার করতে জাতীয় মুক্তি কাউন্সিলের ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক বাংলাদেশের শ্রমজীবী জনগণ।কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-সমাজ আন্দোলন শুরু করলেও পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদে রাস্তার লড়াইয়ে শ্রমজীবী জনগণ বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আগামী দিনে জনগণের হাতে ক্ষমতা আনতে সর্বত্র শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষক জনগণের সংগঠন গড়ে তুলতে হবে।

সজীব রায় বলেন, জনগণের সার্বিক মুক্তির সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। জনগণের হাতে ক্ষমতা আনতে হবে।

মজিবর রহমান বলেন, শ্রেণি সংগ্রাম বিকশিত করে বৈষম্যমূলক এই সমাজ উচ্ছেদ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com