
টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরে অবস্থিত ছয় ইউনিয়নে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসংযোগ চলছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চরের মনসুর নগর,
নাটুয়ারপাড়া, চরগিরিশ, খাসরাজবাড়িতে গণসংযোগে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। চরবাসীর স্বতঃস্ফুর্ত সাড়ায় এই গণসংযোগে গণজাগরণে রূপ নিচ্ছে।
গণসংযোগে অংশনেন নাটুয়ারপাড়া ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, রবিউল হাসান সেলিম, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, সাইফুল্লাহ গালিব প্রমুখ। এসময় তাদের সাথে এলাকার তরুণ ও প্রবীণগণও অংশ নেন।
গণসংযোগকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার বঞ্চিত জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। একইসাথে এই বঞ্চনার অবসানকল্পে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের নতুন একটি উপজেলা গঠনের দাবি জানান। এসময় তাদের স্লোগান ছিলো--‘ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে উপজেলা’।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com