
খুলনার পাইকগাছায় বিয়ের দাবীতে এক প্রেমিকা তার নানীকে সাথে নিয়ে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে। এমনকি তাকে বিয়ে করা নাহলে ঐ বাড়িতেই বিষপান করে নিজেকে আতœাহুতি দিকেন বলেও হুমকি দিচ্ছেন ঐ প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলীতে।
জানা গেছে, উপজেলার রাড়ুলি ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত জলিল গাজীর ছেলে অনার্স পড়ুয়া সোহান গাজী একই উপজেলার লস্করের খড়িয়া গ্রামের জনৈকা কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান। এমনকি সম্পর্ক আরো ঘনিষ্ট হলে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহান ঐ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কে পর্যন্ত জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ঐ প্রেমিকা ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে প্রথমত নানা টালবাহানা ও পরে সম্পর্ক ছিন্ন করতে মরিয়া হয়ে উঠে।
সবশেষ গত বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঐ প্রেমিকা তার নানীকে সাথে নিয়ে বিয়ের দাবীতে সোহানের বাড়ীতে অবস্থান নেয়। অনশন করছেন তাকে বিয়ে করা নাহলে ঐ বাড়ীতেই নিজেকে আতœাহুতি দিবেন।
এদিকে বাড়ীতে প্রেমিকার অবস্থানের খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন সোহান। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার বহু মানুষের সমাগম ঘটেছে ঐ বাড়ীতে। ঘটনায় আলোচনা-সমালোচনার পাশাপাশি চলছে ঠাট্টা-মশকরাও।
এসময় কিশোরীকে বাড়ি থেকে চলে যেতে বলা হলেও তার সাফ কথা, সোহানকে বিয়ে না করে কোথাও যাবেনা সে। শেষ পর্যন্ত লড়ে প্রয়োজনে আত্নাহুতি দিবেন তিনি।
এ বিষয়ে সোহানের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মেয়ের থেকে ছেলের বয়স কম। তাই এ বিয়ে অসম্ভব।
স্থানীয়রা জানায়, সোহান অনার্সের ছাত্র। অন্যদিকে মেয়ে এইচএসসির ছাত্রী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোহান বর্তমানে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। অনলাইন জুয়ার এজেন্ট। তার দ্বারা এলাকার শতশত যুবক বখে যাচ্ছে। প্রতিনিয়ত তারা জড়িয়ে পড়ছে ভয়াবহ অনলাইন জুয়ার সাথে। জানাগেছে সোহানের পিতা জীবদ্দশায় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক থাকায় তারা এক সময় অনেক প্রভাব নিয়ে চলাফেরা করতেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com