
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ শারফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার মিরপুর অবদা বাজারের অন্তর্গত জনৈক মিনহাজ শেখ এর মুদি দোকান “ভাই ভাই স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ বিকাল ১৭.০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক কারবারি মোছা: নিলা আক্তার কনা (২৫), স্বামী-মো: মুনসুর শেখ, পিতা-মো: মজিবর রহমান, বর্তমান গ্রাম-মাসুমপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ, স্থায়ী গ্রাম-গিধনীপাড়া, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ’কে আটকপূর্বক তার ডান হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় দুইটি স্বচ্ছ পলিথিনে প্যাকেটকৃত অবস্থায় প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ (দুইশত) গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com