
যমুনার পানি কমতে শুরু করেছে। কিন্তু বিপাকে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবীসহ খেটে খাওয়া মানুষসহ জেলা পরিবার। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, যমুনায় পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরের কৃষক আজিজ, খলিল, জালাল বলেন, যমুনায় পানি কমতে থাকায় আমরা বিভিন্ন জাতের কালাই, বাদাম, তিলসহ বিভিন্ন সবজি চাষ শুরু করেছি। যদিও পানি থাকার কারণে চাষাবাদ কিছুটা পিছিয়ে গেছে। তবুও লোকসান পুষিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেন তারা। স্কুল, কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবীরা জানায়, আমরা চরাঞ্চেলের মানুষ নৌকাযোগে শহরের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে যাতাযাত করি। পানি কমার কারণে ইতোমধ্যেই ছোট ছোট ডুব চর জাগতে শুরু করেছে। বর্তমানে তেমন অসুবিধা না হলেও অচিরেই অসুবিধার সৃষ্টি হবে বলে জানান তারা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না। উল্লেখ্য, সিরাজগঞ্জে পানি কমা এবং বাড়ার সময় যমুনা পাড়ের মানুষের ভাঙন দেখা দেয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com