কাজিপুর ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকাল চারটায় মেঘাই সমবায় সুপার মার্কেটের সামনে আয়োজন করে জাকের পার্টির উপজেলা শাখার মূলদল ও সহযোগী সংগঠন। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, ‘ক্ষমতায় যাবার আগেই একটি দল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছেন। পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসলে, হত্যাকাণ্ড করে ক্ষমতায় আসলে, ভোট ডাকাতি করে ক্ষতায় আসলে কী পরিণতি হয় সেটা কিন্তু আপনারা জানেন।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিলে প্রত্যেকটি আসন থেকে জাকের পার্টি প্রার্থী দেবে।’
জাকের পার্টির কাজিপুর পূর্বাঞ্চলের সহ-সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাকের পার্টির কৃষক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলাউদ্দিন, জাকের পার্টির কাজিপুর পশ্চিম অঞ্চলের সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম, জাকের পার্টির মহিলা ফ্রন্টের জেলা শাখার সভাপতি সানজিদা তালুকদার হেনা, জাকের পার্টির তাড়াশ উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী,
কাজিপুর পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সভা শেষে একটি র্যালী বের হয়ে মেঘাই সমবায় সুপার মার্কেট চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।