
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সেলিম রেজার নির্বাচনী ভাবনা তুলে ধরেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর দুইটায় পৌরসভার আলমপুর চৌরাস্তা মোড়ে একটি স্যাটেলাইট টেলিভিশনে নির্বাচনী ভাবনা তুলে ধরে সাক্ষাৎকার দেন মনোনয়ন প্রত্যাশী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, আমি কাজিপুরের সন্তান। বিগত ১৭ বছর দলের জন্যে জেল জুলুম অত্যাচার সহ্য করেছি। আওয়ামী সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। আমার ৮৫ বছর বয়স্কা মাকে ওরা ফেলে দিয়ে লাঠি দ্বারা আঘাত করেছে। আমার ভাইকে আমাদের প্রতিষ্ঠিত কলেজ থেকে বের করে দিয়েছে। তবুও এক মুহূর্তের জন্যে দলীয় নেতাকর্মিদের ছেড়ে যাইনি। দলীয় যেকোন আন্দোলন সংগ্রামে কর্মিদের পাশে থেকেছি।
সিরাজগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মিদের সাথে নিয়ে মাঠে রয়েছি। দল আমাকে ২০২০ সালের উপনির্বাচনে মনোনয়ন দিয়েছিলো। তখনতো ঘর থেকে বের হলেই হামলার শিকার হতে হয়েছে। আশা করি দল জনসমর্থন বিবেচনা করে আমাকে এমপির মনোনয়ন দেবেন। মনোনীত হলে আমি যমুনার চরাঞ্চলবাসীর দাবী যমুনা নামের পৃথক উপজেলা গঠনে ভূমিকা রাখবো। নদী ভাঙনরোধ করে নদীতীর দিয়ে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রাম পর্যন্ত রাস্তার নির্মাণের স্থবির প্রকল্প চালুর বিষয়ে সচেষ্ট হবো। বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি এলাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে কাজ করে যাবো। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার মাধ্যমে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে এনে কাজিপুর হারানো সুনাম ফিরিয়ে আনতে সচেষ্ট হবো।
এসময় কাজিপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সেলিম রেজার কয়েক হাজার সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। তাদের মাঝে ব্যাপক উচ্ছাস দেখা গেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com