রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি সারজিসের

পঞ্চগড় সংবাদদাতা
  • আপডেট সময় : 9:44 pm, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটকারী ও দখলদারদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

সারজিস বলেন, যারা চুরি করে বড় গলায় কথা বলে, তাদের আমরা দেখে নেব। তাদের কালো দাঁত ও কাল সাপের চোখ আমরা উপড়ে ফেলব।

যারা ভালো, তাদের ভালো বলব। তবে খারাপদের আর জায়গা দেব না।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কেউ রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়। যারা জীবন দিয়েছে তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তানেরা।
অথচ এখন প্রত্যেক জেলায় ৪/৫ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী আর বাটপাররা রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লং মার্চ করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে লং মার্চ শুরু করেন তিনি।

লং মার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন। লং মার্চ চলাকালে পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করেন সারজিস। চাঁদাবাজ, দখলদারি, সিন্ডিকেট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com