রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:24 pm, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশারে শনিবার একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে আধাসামরিক ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে, স্থানীয় একটি কর্মী গোষ্ঠী জানিয়েছে। 

পোর্ট সুদান থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এল-ফাশারের প্রতিরোধ কমিটি জানিয়েছে, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে দার আল-আরকাম বাস্তুচ্যুত কেন্দ্রে হামলা করেছে।

মৃতদেহ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আটকা পড়ে আছে। কমিটি এক বিবৃতিতে এটিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

স্থানীয় প্রতিরোধ কমিটি হল কর্মী যারা সুদান সংঘাতে সাহায্য সমন্বয় করে এবং নৃশংসতার নথিভুক্ত করে।

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ নিয়মিত সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের কবলে পড়েছে।

আরএসএফের দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল-ফাশার, পশ্চিমে আধাসামরিক বাহিনী ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট হয়ে উঠেছে।

মানবাধিকার কর্মীরা বলেছেন, শহরটি ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য ‘একটি খোলা আকাশের নীচে মর্গে’ পরিণত হয়েছে।

আরএসএফের অবরোধের প্রায় ১৮ মাস পর এল-ফাশার ৪ লক্ষ আটকে পড়া বেসামরিক নাগরিকের আবাসস্থল হিসেবে গড়ে ওঠায় প্রায় সবকিছুই ফুরিয়ে গেছে।

পরিবারগুলো মাসের পর মাস ধরে যে পশুখাদ্য ব্যবহার করে বেঁচে ছিল তা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং এখন প্রতি বস্তায় শত শত ডলার খরচ হচ্ছে।

স্থানীয় প্রতিরোধ কমিটিগুলোর মতে, শহরের বেশিরভাগ স্যুপ রান্নাঘর খাদ্যের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com